আকাশ বেয়ে জোছনা নামে দিনটি এই সেইদিন
এই বাগিচায় প্রসূন ফোটে কত্ত শত রঙীন
হাপুস হুপুস কান্না থামে বিষাদ মেঘবালিকার
দুঃখ ঘোচে সুখটা কাছে; আর কেন তাই মুখ ভার?


নদীজলে হংসমিথুন জলকেলিতে ঐদিন
ভাটিয়ালীগান মাঝি মাল্লার কণ্ঠে হলো স্বাধীন
মুক্তমনা গিরিশৃঙ্গ গগনপ্রেমে মগ্ন
মায়া-প্রেম-ভালোবাসায় আর হয় না হৃদয় ভগ্ন


বটবৃক্ষ ছায়া বিলুয় পথিক জনে জনে
রৌদ্রচ্ছটা বেগটা থামায় হয়ে উদারমনে
সেইদিন হতে ক্ষয়িষ্ণু হয় ক্রমে অমানিশা
পূর্ণচাঁদের মধুর হাসি, চলিষ্ণু তাই আশা


রেসকোর্সের বজ্রকণ্ঠ
  কাঁপিয়ে দিয়ে ছাপিয়ে দিয়ে পাকিদের করে শেষ
   সেই দিনটায় স্বাধীন হলো লাল সবুজের দেশ।