এ লগনে বিষাদে    কাকে বলি 'আশা দে' ।
                    গভীরে সবুরে,
                  নাহি পারি কভুরে,
     দুযতি হৃৎ মাঝে    নিরাশা এই সাঝেঁ।


     সেতারার তার ছিঁড়ে    সুর মরে অ-সুরে।
             সা-রে-গা-মা-পা-ধা-নি তাই,
                   মরমেতে খায় ঘাঁই,
     খাপছাড়া খাপ খায়     দৈবের ছল হায়!


     আসমানের কী যে মায়া!   ভূতলের নাহয় সওয়া।
                          গগণের ক্রন্দন,
                          নাহি পায় বন্ধন,
         বাদলের কহন বাদ     মৃত্তিকার ভিন সাধ।


                       কে জয়ী      কে ক্ষয়ি      
                           অদ্য থাক থাক,
                          এ শুমার বাদ যাক,
                   পাষাণে বাঁধো বুক  ওপাড়েই যাক সুখ।