উড়ালপাখি ডানা খোলে আকাশ ছোঁবে তাই
শুন্য আকাশ, শুন্য হাসে- ওর যে সীমা নাই
তবু নেশা, বড় আশা, আকাশ দেবে দান
ছুটছে পাখি বুকে নিয়ে ভক্তিরসের বান


    কত ডাকলাম পাখিটারে বুকের অরণ্যে
    দুঃখের জাঙ্গাল ভেঙ্গে দিয়ে রাখলাম এ মনে
                    সে দেয় না ধরা
                    হলো হারা
                পিছ ফিরে না বারেক
      আকাশ ছোঁব আকাশ ছোঁব হবো ভিন্ন আরেক


                  সময় যায় দিন বদলায়
                   উড়ালপাখি উড়েই যায়
                   আকাশ ভেঙ্গে বিদ্যুৎ নামে
                   তবু পাখি নাহি থামে


               আদমসুরত দিশা দেবে?
                সেই ক্ষণ কী ফিরে পাবে?
                সবুজ ছায়ার শীতল মায়া
                উড়ালপাখির নাহয় সওয়া