নন্দিনী,
তোমার ঐ ভয়ংকর সুন্দর নয়নে মধ্য রাতে সমুদ্রের পারে বসে, দূর থেকে আসা দুটি ঢেউয়ের মিলন দেখেছিলাম;
দেখেছিলাম তোমার ঐ স্নিগ্ধ হাসি দেখে চাঁদের অসহায় আত্মসমর্পণ।
তোমার ঐ ক্ষণিকে ছোয়ায় আত্মহত্যায় উৎসাহীকে নতুন করে জীবনকে ভাবতে দেখেছিলাম,
দেখেছিলাম ঐ এলো চুল দেখে ময়ুরের খুলে রাখা পালক গুটিয়ে নিতে।
নন্দিনী,
সমুদ্রে আজ ভীষণ ঝড়!
মায়ার দেবী হয়ে ফিরে আসো নতুন জীবনের সংজ্ঞা নিয়ে।


১৫ জুন, ২০১৯
কাশিমপুর, নবাবগঞ্জ