তোমার চোখের তারায় স্তব্ধ হয়ে গেছে রাত
ঠাণ্ডা আবেগ নিঝুম চাদরে ঢেকেছে আজ ,
অশান্ত মনের জানালায় দাঁড়িয়ে খোলা চাঁদের
হালকা বরফ আলোয় আমি আগলে থাকবো।


তোমার
দিগন্তে দূর্বার সূর্যের একাগ্র আহ্বানে
ঘুম যেন না ভাঙে।
মেডুসার ছোবল হয়ে হাজার
ভোরের আলো ফুটবে যখন তোমার দ্বারে
তখনও আমি জেগে থাকি ঘুমহীন সময়ের
শুকনো রেখা হয়ে।