পাঁজরে লেগে থাকা সুগন্ধী ক্ষীরের মত মাটিতে
আজ দুঃসহ সকাল।
চৈত্রের অন্তিম ঝড়ে ভেঙে যাওয়া বৃদ্ধা পেঁপে গাছ
জেগে ওঠবে আবার বৈশাখে।
দূষিত দোয়েলের কাতর সংলাপে নুয়ে পরা শূন্য বটমূলে বইবে  প্রাণের স্রোত।
শামুকের ডিমের মতো কদর্য শুভ্রতায়
হারিয়ে যাওয়া আনন্দ ,
ফিরে আসবে শান্তির স্পর্শ মাখা পবিত্র নির্যাস নিয়ে।
ক্রমাগত আলোহীনতায় ক্লান্ত চার দেয়াল,
হবে প্রদীপ্ত আবার নতুন সূর্য স্নানে।
উৎকট সর্বনাশের কদর্য আলিঙ্গন ছিন্ন করে
হাসবে আবার ধরিত্রী ।
বিস্মিত চড়ুই আবার চিহ্ন এঁকে দিবে তার প্রেয়সীর
ঝাপসা অধরে।
পুরোনো চশমা নিয়ে আবার জেগে ওঠবে
আলোহীন এই শহর।