জখমী চাঁদের শিরশির আলো
জ্যোৎস্না হয়ে মিশে গেছে জ্যোৎস্নায়।
স্বর্গের প্রতি স্পর্ধিত উচ্চারণে
জরাগ্রস্ত কুকুরের জ্যোৎস্নাপীড়িত কন্ঠ
জেগে আছে রুগ্ন ঘর্ঘরতায়।
স্বপ্ন চলে গেছে দুঃস্বপ্নের আড়ালে।
অনুভবের অন্তিম উচ্চারণ হারিয়ে গেছে
চিতল মাছের নিঃশ্বাসের টাটকা বুদ্বুদে,
ভাদ্রের নির্মেঘ দুপুরে।
মাদি ছাগলের ভোঁতা চোখে
নেই কোন অস্থির আকুলতা।
বৃদ্ধ নদের রুগ্ন স্রোতে,
হাত রেখে চলা গোলাপী বিকেল
কেটে গেছে ভাত ঘুমের পাতলা খোয়াবের মতো।
বেড়ালের চোঁখের ধারালো মনিতে আজ
শুধুই অভ্যস্ত মগ্নতা।
পাটের আঁশের মতো সাদা
এই বসন্তের শাখায় শাখায় শুধুই  রুগ্ন ক্লান্তি।
মৃত গোলাপের নীরব ঠোঁটে
স্থির হয়ে আছে শুধু জান্তব স্বপ্নের
তরল কাতরতা।