আমি লিখব ! অবশ্যই লিখব
খাতার এ পাতা থেকে ও পাতা
শুধুই লিখব; আর লিখব!
তুমি বসে থেকো সামনের বারান্দায়
ছোট্ট নীল টিপ, আর হালকা নীল রঙের শাড়ীতে
দেখব তোমায় আর লিখব আমি।


জানো, কল্পনায় আর ভর করতে পারিনা
দূর আকাশের নক্ষত্ররা-
কোথায় যেন হারিয়ে গেছে-
জ্যোৎস্নাস্নাত রাত আজ
আর আমার চারিপাশ
অন্ধকার; শুধুই অন্ধকার!


তুমি নেই; তাই আলো ও নেই!
নেই হাসনাহেনার সুবাস!
তবুও লিখছি -
এক আকাশ ভরা
অসম্ভব চাওয়া।