কোথায় যেন একটা কষ্টের কাঁটা হেনে দিয়েছিলে
আজও তা আবিস্কার করতে পারিনি!
শুধু চলার পথে খচখচ করে হানে।
মনে করিয়ে দিতে চাই তোমার কথা
থমকে দাঁড়াই! হাতড়ে খুঁজি তাকে-
অনুভবে টের পাই কি বিশাল অস্বিত্ব-
অথচ কোন রুপ নেই নিরাকার।


দুরন্ত প্রতিভারা পড়ে আছে নীচে
এসে পড়ে সাগরের নীল জলরাশে-
নবজাতকের মুখে যখন দেখি হাসি
মৃত কোন বাউলের আত্মাটা কাঁদে-


তাই প্রতিদিন চায়ের কাপ হাত ভাবি
জীবনটা ছাইমাখা আকাশের ছবি।