হারিয়ে যায় সোনালী বৈকাল
নিঃশব্দের পৃথিবীতে
থেকে যায় কত আর্তনাদ !
ফুল ফোটা ভোরে
প্রতিবাদের আগুন দেশ ছাড়িয়ে
আতঙ্কিত স্বৈরাচারীদের সাম্রাজ্যবাদ।
দেখেছি সেদিন নিশিতে
সাহসী বালকের গাঢ় ছায়া
ছিঃ ছিঃ সাম্রাজ্যবাদীদের
এ কেমন মূর্খতা?
রক্ত স্রোত বয়ে যায়
প্রাসাদের ঐ কারাগারে
চেয়ে দেখো হে জগতবাসী
অস্থির শাসকের নিষ্ঠুরতা!
যুগে যুগে দেখেছে পৃথিবী
জমিনে পতিত কত ক্ষমতাধর!
বসন্ত নেমে যায় চতুর্দিকে
আসছে বিপ্লবের ঝড়।
শাসকের নগরীতে কত অত্যাচার
ও পৃথিবী চেয়ে দেখো,
দেশ থেকে দেশান্তরে
ও পৃথিবী জেগে উঠো।
ভেঙ্গে দাও,
অত্যাচারীদের শিরদাঁড়া
দুয়ারে শত্রুর হানা
নিষ্ঠুর শাসকের শিকল।
জেনে রেখো,
জনতার স্রোত আসবে
রক্তমাখা শরীর নিয়ে
পুড়ে ছাই করবে
শাসকের অন্দরমহল।
সাম্রাজ্যের এপিট ওপিট
স্তিমিত হবে কালবেলা।
যুগে যুগে সহিছে
হারিয়েছে কত পুষ্পমালা!
নরক থেকে স্বর্গে যাওয়ার
আর কত দেরী!
ঘুনে ধরা এই সমাজে
করছে রক্ত পান, হে নগরী।


১৪ জুন, ২০১৯খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।