হে মোর বঙ্গবাসী
এ মাটি জল কত যে ভালবাসি।
বার বার উড়ে যায়
কত পাখির গুঞ্জন শোনা যায়।


কিরণ মাখা পাখা তুলে
নাচে গানে প্রাণ খুলে।
সবুজ শ্যামল পুষ্পে ভরা
এই আমার বসুন্ধরা।


কে ডাকে আয় রে আয়
পিছন ফিরে না তাকায়।
জ্যোৎস্না হাসিতেছে নীলাকাশে
আয় রে চলে আয় মোর পাশে।


যত সব গ্লানি, বুক ভরা পানি
নিভে যায় ডুবে যায় হৃদয়খানি।
প্রতিদিন শুনি নতুন নতুন বানী
শত শত প্রণয়ের অজানা কাহিনী।


ভালো লাগে বনলতার দেশে
বৈশাখ মাসে ধান ক্ষেতের শেষে।
ঘাসের আঁচলে রাঙা রোদে কিছুক্ষণ
নিভে যায় ডুবে যায় মন।