পথিক তুমি যাচ্ছো কোথায়
জীবন নদী পাড়ি দিয়ে,
একলা পথে অপূর্ণতা নিয়ে
বুকের ভিতর স্বপ্ন লুকিয়ে।


পথিক তুমি যেয়ো না
কালো মেঘের আবছা নিশিতে,
এখনও যে চাঁদ উঠেনি
নির্জন পৃথিবীর নিস্তব্ধ পথে।


কোথায় রাখিব এত আবেগ
দিবানিশিতে করো হায় হায়,
বিচিত্র দুনিয়ার বহুরূপী ভাবনা
নিত্যদিনের পূর্ণতা ভুলে যায়।


দু-চোখে ভেসে উঠে মোর
মিছে দুনিয়ার ছন্নছাড়া জীবন,
পরকালের কথা ভুলে যায়
করে না কেউ স্মরণ।


পথিক তুমি যাচ্ছো কোথায়
জীবন নদী পাড়ি দিয়ে,
সবই পড়ে রবে দুনিয়ায়
পরকালে যাবে কি নিয়ে?


১৩ আগষ্ট, ২০১৯ খ্রিঃ || চুনারুঘাট, হবিগঞ্জ।