গলির মোড়ে
দাউ দাউ করে জ্বলছে
রুদ্ধশাস গতিতে।
কালো ধোয়ায়
আধার নেমে এলো।
লেলিহান শিখা
শিরা-উপশিরা রক্ত-মাংস
সব ঝলসে গেছে।
বাতাসে বাতাসে
পোড়া রক্ত-মাংসের গন্ধ।
তরতাজা দেহগুলো
পুড়ে অঙ্গার।
কত স্বপ্ন! কত আশা!
তীব্র দহনে সব কিছু
পুড়ে হলো ছাই ।
কত শত লাশের মিছিল!
শহর কাঁপানো
বিকট একটা আওয়াজ
অতঃপর
সব কিছু লন্ডভন্ড।
ক্ষণেক্ষণে দু চোখে ভাসে
নিমিষেই জীবনের পরাজয়।
এখনও চুরিহাট্টার মোড়ে
চিৎকার শুনতে পাই।
আজও আমি নির্ঘুম।
-
২৩ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।