গাছে গাছে ফুল ফোটে
লাল-সাদা-গোলাপী,
ঘন সবুজ পাতার আড়ালে
কত না বহুরূপী!
ফুলে ফলে মৌমাছি বসে
বাতাসে বাতাসে সুমধুর ঘ্রাণ,
ঝির ঝির বৃষ্টি পড়ে
তপ্ত দুপুরে জুড়ায় প্রাণ।
সবুজ উদ্যানে সুখের পরশ
রঙ-বেরঙের ফুল ঝরে,
ফুলের গন্ধে ঘুম ভাঙ্গে
মন আমার আনচান করে।


১১ এপ্রিল ২০১৯খ্রিঃ ||চুনারুঘাট, হবিগঞ্জ।