দুঃখ আমার ভিতর বাহিরে
ছন্নছাড়া জীবন জগত জুড়ে।


পাপ পূণ্যের এই দুনিয়াতে
কেউ নেই মোর সাথে।


যে পথে ছুটেছি আমি
দুঃখের জীবন, হে অন্তর্যামী।


সুখ নগরে দুখের বসত
আহা! এ কোন আলামত।


ভুলের সঙ্গে নিত্য কামনা
তাহার সনে কত ভজনা!


আমি যে পথ ভোলা
সবই ভবের লীলা খেলা।


হেলায় খেলায় গেল বেলা
রঙ ঢংয়ের কত মেলা!


মন প্রাণ দেহ যার
কে যাবে সঙ্গে তোমার?