ঝকঝকে সাদা চাঁদ-জ্বলজলে
মেঘ নেই,
দক্ষিণে বাতাস বয়ে গেল
কুয়াশা নেই।


সে তার উচ্ছল ডানা দিয়ে
শক্তিশালী করেছিল,
আচমকা উত্তরে-দক্ষিণে প্রচন্ড
আঘাত হেনেছিল।


রাতের শিকরে পা রেখে
অবিশ্রান্ত স্রোতে,
পালাতে চেয়েছিলাম হল না
নিঝুম রাতে।


জোৎস্নার আলো বুকে নিয়ে
নিষ্ঠুর স্বান্তনা,
প্রভাত হল কারও শোরগোল
শোনা গেল না।


অশান্ত পৃথিবী ক্ষতবিক্ষত মৃত্তিকাগর্ভ
সবকিছু একাকার,
উচ্ছন্ন রাতে অবসান হয়নি
অন্যায় অত্যাচার।