শ্রাবণের এমন দিনে
ঝির ঝির বর্ষণে,
মেঘদূত দেখা যায়
মেঘালয়ের আকাশ পাণে।


আঁকাবাঁকা ঐ নদীতে
ভেঁসে যায় পাহাড়ী ঢলে,
কত আছে দুখের স্মৃতি!
ব্যস্ত এই নদীর কূলে।


শ্রাবণের কালো মেঘ
বৃষ্টি হয়ে ঝরে,
নদীর জলে ডোবা নালা
খাল বিলতে উপচে পড়ে।


সারি সারি তাল গাছ
নদীর ঐ বাঁকে
ডিঙি নৌকার মাঝে
মাঝিমাল্লা  ডাকে।।


রাত দুপুর মাঝিমাল্লা
যাত্রী পারাপার করে,
জেলেরা নানান জাতের
ছোট বড় মাছ ধরে।


দল বেঁধে উড়ছে পাখি
কালো মেঘের ভীড়ে,
দূর আকাশে যাচ্ছে পাখি
যাচ্ছে আপন নীড়ে।


২৪ জুলাই ২০১৮খ্রিঃ || ইব্রাহিমপুর, সুনামগঞ্জ।