গতকাল তোমাকে বলেছিলাম
যে দিকে দু চোখ যাবে
সে দিকে নিয়ে যেতে,
নিঃশব্দে তুমি দিগন্তের শেষে পথ-প্রান্তর,
মাঠ-ঘাট পেরিয়ে
নিয়ে গেলে যাদুকাটা নদীতে।
প্রকৃতির কী অপরূপ মায়া!
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছিলাম
এমন একটি মুহূর্তের মুখোমুখী হতে।
যাদুকাটার পাশে শাহ আরেফিন আস্তানা,
বারেকের টিলা চোখ জোরালো মায়াবী পাহাড়,
বাধা দিতে পারেনি নো ম্যানস ল্যান্ডের পাশে কাটাতার।
প্রতিটি মুহুর্ত নিজেকে মনে হল
একটা অবুঝ বালকের মত বায়না করি,
সীমান্তের বেড়াজাল অতিক্রম করে পাহাড়ের শীর্ষে উঠি।
কিন্তু বাস্তবতা ছিল নিদারুণ।
আমার প্রতীক্ষা ফুরাবে না।
বারবার ফিরে যেতে ইচ্ছে হয়
ওয়েজখালী থেকে শাহ আরেফিন পর্যন্ত।
কেটে গেল তিরিশটি বসন্ত
তবু দেখা হলো না এপার-ওপার।