বসন্তের ছোঁয়ায় শৃঙ্খল ভেঙ্গে
আজ শেষ পথের মিলন,
বঙ্কিম পথের শেষঅক্লেশে
যেন মহাস্ত্রের শানিত জীবন।


আপন অবারিত পথ অভিষ্ট করেছি পূর্ণ,
ভেবেছি সিদ্ধ;যবনিকা পড়েছে পূণ্য।
মিথ্যাভাবা-বেগে দেখেছি ভাস্বর জ্যোতি,
উত্তুঙ্গের মায়াবী পক্ষী করেছে নেত্র-বন্দী।


ঐন্দ্রজালিক নয় যে আপন, নয় অমৃত আঁধারি,
অনুপ্রমান হইয়া কেমনে  ছুটির ঘন্টা বাধি!
এখন শুধু চোখে ভাসে ধবলগিরির পথ,
হয়তো আমায় আসছে নিতে স্বপ্নপুরির রথ।


অন্তিমক্ষণে দাঁড়াইয়া আপন পাপ-পূন্যি নিয়া,
অনতিদূরে রহিছে সেজন চাকিতে বিদীর্ণ হিয়া।