আমার ঘরের পালঙ্ক আজ প্লাস্টিকে মোড়া।
ডেসিনটেবিলটা আজ ময়লা পর্দার দখলে।
মশারির জালে আবছা দৃশ্যমান ছোকেসটা।
আলমারিটা আজ পড়ে আছে তালাবদ্ধ হয়ে।
আলনার জামাকাপড়ে যেন বিশ্বযুদ্ধের ছাপ।
ঘরের দরজাটা ভীষণভাবে রোগগ্রস্থ,
যেন অচিরেই ঘটবে পরিসমাপ্তি।
কিছুক্ষণের মধ্যেই ঘরের শূন্য অবস্থান।
চলছে কেবল জায়গা বদলের খেলা।