খোলা আকাশের নীচে  
শুধু তুমি আর আমি;জ্যোৎস্নার দুষ্টু আলো
তোমার শরীর ছুঁয়ে আমার দিকে;
দূর্বাঘাসে জমা শিশির
তোমার পায়ে নূপুরের রূপালি রঙে
মিলেমিশে একাকার।
জ্যোৎস্না সাজিয়েছে তোমায় আপন রঙে।
অলক ছেড়ে অলিক
ঘাসফুল আর শিশিরের টিপ;
সরোজ ঠোঁটে জ্যোৎস্নার রূপালি রঙ;
বিগ্রহজুড়ে জোয়ারের ঢেউ।
রাতের আকাশে তারাগুলি জোনাকির
মতো জ্বলছে;শোভায় শোভিত হয়ে আছে
সেই ক্ষনস্থায়ী জ্যোৎস্নার আভা;
আমৃত্যকাল সেই সৌন্দর্যে মিটবে'না সুধা।  


অমাবস্যার তিমির রাত মুছে দেবে সব।
হঠাৎ বৃষ্টির মতো সমস্ত অলংকার
খসে পড়বে মাটিতে।
চূর্ণবিচূর্ণ হবে সে ছবি।।