আজ তুমি মুক্ত বিহঙ্গ;
এ মনের অন্তরীক্ষে কোনো স্থান নেই তোমার।
ছলনাময়ী মানবী তুমি;
তোমার বিগ্রহের নেশায় নেশা'তুর আমি হয়নি।
তুমি হতে পারো পাহাড়ি কুসুম;
সে কুসুমের অলি আমি নয়।

হিমানীর অচল থেকে
প্রবাহিণীর মতো বয়ে চলেছো তুমি।
জায়গা বিশেষ কেবল নামের পরিবর্তনে
ঘটিয়েছো কতো সলিল সমাধী।


নিষ্প্রোভ হয়েছো তুমি;
তোমার কাকুলি আর বাজেনা কানে;
বিস্তর ভাবনা রাজ্যে তোমার সমাধী।
দূর্গম পথ একাই পাড়ি দেব।