এই যে কোন কাজ নেই
বসে বসে ক্লান্ত ভীষণ
মন ভালো নেই
বলে উঠি যখন তখন!
বলি ছেড়েছুড়ে সব
যাই যদি ; ভালো হয়?
তখন বাধে মহাবিপদ।
কোথায় যাব?জায়গা আছে কোন?
দিনদিন মন মরা
টিয়া পাখি হচ্ছি;
খাচ্ছি দাচ্ছি!
অপরের দুঃখ দিয়ে নিজেকে
কি করে পূরণ করি বল?
এই যে কাজ নেই
কেবল চেয়ে থাকা অন্ধকারে!
সকল বোধ চলে যাক সেই ভালো
নিজেকে হারিয়ে ফেলে
কি করে আবার বাঁচি!
এই যে কাজ নেই
নিজের মতো করে মাথা রাখবার
ঘর নেই কোন!
বসে বসে আজ
সত্যিই ক্লান্ত ভীষণ।।