শুনবে আমার কথন?
কথনরূপি কান্না,
নোনাজলের বিরূপক্রিয়া
ডোবায় মনের পান্না,
আজকে হবে বন্যা,
শুনবে ওগো কন্যা?
নোনা জল আটকে রেখেছি
তাই ঝরেনি বাদল,
বুকের ভেতর চলে তোলপাড়
ক্ষয়ে যায় অবিরল।
নোনাজলের অধিগ্ৰহণ
চলে আনাচে কানাচে
মিঠে অনুভূতি বিলুপ্ত
তার বাঁধভাঙা উল্লাসে।
ছোট্ট মনের পলিমাটি
ছিমছাম আর পরিপাটি
সুখের জোয়ার ছিল খাঁটি
তার ভুবনে নোনার হানা
দুঃখ সেসব বলতে মানা
বুঝে নিও মোর আপনজনা।