সর্বদা যেন তোমাকে স্মরি
ভয়ভীতি সব তুচ্ছ করি
মরার আগে না যেন মরি
তোমারেই মানি ওহে কান্ডারি।
আপনার ভবে মানুষ রপে
বিদ্যা, বুদ্ধি, অনিন্দ্য অরূপে,
ঠাঁই দিয়েছো ওহে দয়াময়
তোমার গুনগান যেন মুখে রয়।
শেষ দিনেতে বাজিবে ডঙ্কা
মনেতে কেন নাহি সে শঙ্কা,
পড়িয়া মোহে না করি তোয়াক্কা।
জীবন প্রদীপ নিভিয়া যাবে
পৃথিবীর মোহ ত্যাজিতে হবে,
মাটির ঘরে আঁধারে থাকিবে
সেকথা মনে ভেবো আবেগে।
জীবনের ডোর খুব যে পলকা
ভাবনা গুলো নয়রে হালকা
পোড়ায় যেন ছুটন্ত উল্কা
বাতাস যেন বহিছে দমকা।