মনটা কেবল ভার হয়ে রয়
কারণ খুব অস্পষ্ট
শরতের শিউলি মনে করিয়ে দেয়
জমাট বাঁধা কষ্ট।
বাবা গেলেন শরত কালে
হিম ধরিয়ে বুকে
ভালোবাসার স্মৃতিগুলো
ডানা ঝাপটায় দুখে,
নরম রোদে মিঠে তাপে
বাবার ছোঁয়া লাগে
অশ্রু জলে রংধনু জাগে
চোখের দুই কোনে
বাবার পরী আর উড়ে না
নীল আকাশের পরে,
বাবার চুমো আর আঁকে না
শশী তারকা মুখে।