তুমি কি জলকন্যা, গভীর নীল জলে কি তোমার বাস?
আমায় একদিন সঙ্গে নিবে, কল্পনাকে দেখার খুব আশ।
দূরে যেথায় মেশে সাগর ও আকাশ, পটুয়া অস্তগামীর
ঐ যে বিশাল ক্যানভাস, সেথায় কি রচে তোমার অবকাশ?
ঊর্মিমালার রথে ছুটে বেড়াও দূর দূরান্তে?
কখনো কি জ়াগে মনে ঐ বলাকার ডানা ছুঁতে?
জলকণার নুপূর বাজাও, ঝিনুকের মালা গলায় পড়
সাগরের আয়না দেখে এলোকেশের খোপা গড়ো,
আমারও ভীষণ ইচ্ছে জাগে অমন ভূষণ করতে জড়ো
সাজতে অপরূপ, অতি মনোহর, ঠিক তোমার মতো।
তুমি যদি আমায় সঙ্গী কর, ভাসাও সাগর জলে
আমি নিব তোমায় সবুজ ঘাসের সবুজ মখমলে,
সরু আল বেয়ে, ফসল ছুঁয়ে, ছুটব দুজন মিলে,
পাতার বাঁশি বাজাব মোরা বটের ছায়া তলে।