মনের প্রশ্ন চোখের কাছে,
কান্না কেন থমকে আছে?
দু'চোখ বলে খুব হতাশে
ঝরে পরে লাভ কি মিছে?
মন ভেবে কয় না পেয়ে খেই
হালকা মনের চাওয়া কি নেই?
ভেবে বলে চোখ উভয়েই
ভেঙ্গে পড়ার ভয় কি নেই?
বিষন্ন মন তপ্ত বেলায়
হাওয়ার পানে প্রশ্ন সুধায়
শীতল ছোঁয়া কোথায় তোমার?
দাও জুড়িয়ে এ মন আমার।
হাওয়া থাকে মুখ ফিরিয়ে
বিষন্নতা দেয় বাড়িয়ে।
মেঘের পানে রই তাকিয়ে
শীতল বারী দাও ঝরিয়ে,
মেঘ ভুলে রয় আমার কথন
সুর লাগেনা যেন মরণ।