হাত বাড়ালেই আকাশ, পুকুর
জাদুর জালে কাটলো দুপুর
সাঁঝের বেলায় বসলে পাড়ে
হয়তো পাবে মন শালুকটিরে
হয়তো পাবে তারার দেখা
পাতার আড়ালে চাঁদের রেখা,
উপচে যদি পড়তো আলো,
জোছনা  ধোয়া আকাশ ওলো
বলতো যদি গোপন শোলক,
লাজুক বৌয়ের নাকের নোলক
ঝিলিক দিত হঠাৎ যখন,
মোচড় দিত মনটা তখন
নতুন নতুন লাগতো ভুবন।
পূব আকাশে উঠলে রবি
দিগন্ত রেখায় আঁকলে ছবি,
জলের আয়না বিম্ব তাহার
ফুটিয়ে তুলে ছড়াতো বাহার,
আহা প্রভু তোমার জাদু
ভাষাতো নাই, শুধুই মধু।