সুদূর কোন প্রান্তে হচ্ছে তুষারপাত
সেথায় বসে আমার স্মৃতি
করিস আলোকপাত,
হারাই যদি কোনকালে
অন্য কোন ভবে
হৃদয়বীনার সুরটি সাধিস
বিনা আড়ম্বরে।
কোন প্রান্তে আছিস বন্ধু
কত দূরের পথ?
ভাবনা সেসব নিঠুর হাতে
স্বপ্ন করে বধ।
আকাশ রথে পাড়ি দিতে
নাইবা যদি পারি
নাইবা পারি হাতটা ধরে
খুলতে মনের বাড়ি,
শুক্লপক্ষের জোছনা হয়ে
নয়ন দেব ভরে
যখন একলা রবি ওরে,
কিম্বা আমি মিষ্টি রোদে
ডাকবো তোকে ভোরে।
কত দূরে আছিস বন্ধু
কত যোজন দূরে
আমার কান্না, আমার হাসি
ডুবে সমুদ্দুরে
নাগাল পায়না তোরে,
শরৎ আকাশ, শিউলী ফুলে
তোকেই মনে পড়ে
তোর প্রান্তে সে সুখগুলো
পাঠাই কেমন করে?
শীতের পিঠা, বাদাম ভাজা
কিংবা ঝালমুড়ি
একসাথের সেই আসরগুলির
নেইতো কোন জুড়ি,
আয় না আবার একসাথেতে
নিরুদ্দেশে ঘুরি।
কোন প্রান্তে আছিস রে তুই
বাদল দেশ ছেড়ে,
ঝমঝমিয়ে বৃষ্টি হলে
তোকেই মনে পড়ে,
বৃষ্টি যখন তোর প্রান্তে
অঝোর ধারায় ঝরে
ক্ষণিক হলেও আমায় ভেবে
বৃষ্টি ফোঁটা ছুঁয়ে
মন মুকুরে ঝাঁপ দিয়ে তুই
মুক্তো আনিস সেচে।