শরতে পরতে পরতে
সাদা মেঘের ভেলাতে
মেঘ পুতুলের খেলা,
বেলায় বেলায় মেলা,
হরেক রকম ঢঙে
দিনমান সকল ক্ষণে
তাদের সাজের পসরা,
নাওয়া খাওয়া ভুলে
দেখি ওদের মহড়া।
ধরিত্রীতে মিষ্টি রোদ
তুলির মত তার বোধ,
হালকা হাওয়ায় বসে
রূপের পেয়ালা পিয়ে,
পদ্য লিখছি গেয়ে।
কাশফুল ছড়ায় প্রেম
সবুজ মাঠে কারু হেম,
কায়েম করে মিঠে বাস
মনঘুড়ি ছুঁলো আকাশ‌।
মুঠোয় পুরে মিঠাই
তোমায় দিব ও ভাই,
সকাল বেলায় বাগে
ঝরা শিউলি হাতে
রাতের শিশির ছুঁয়ে
তোমায় দিব সব,
যখন পাখির রব
মুখর করে রাখবে,
সঙ্গে মোদের ডাকবে।