মনের ভেতর উথাল পাথাল
শান্ত হয় না সে তো মাতাল
উৎকর্ষ সাধনে হয় বেসামাল।
মনের এ রোগ বড় জাগতিক
শ্রান্তি পায়না, অতি বেগতিক,
লাগাম কোথায় এই পথের?
নিয়ন্ত্রণ শৈলী দরকার বোধের।
উৎকর্ষ সাধন নয় হানীকর
মানবিকতার পথে সে কার্যকর।
ক্ষুদ্র আমি ভবের মাঝে
স্বপ্ন আমার বিশাল সাজে
সামলানো কঠিন এত কাজে,
করুন সুরে অপূর্ণতা বাজে,
খুব বেশি তাই সকাল সাঁঝে,
আবেগ সামলাই শক্ত হাতে
স্বপ্ন ছোঁব দূর ভবিষ্যতে
জোর প্রচেষ্টা প্রস্তুতিতে।