কিছু কয়, কিছু রাখে গোপন,
মায়াবী আলোয় দেখিয়ে স্বপন,
হাতছানি দেয় নতুন জীবন,
আলপনা এঁকে সাজিয়ে ভুবন,
শাখারাজি কেমনে হয় মোহন?
ঐ দেখ চেয়ে রাতের গগন পানে
রক্তিম চাঁদ আজ ফাগুন গানে
অচিন অনুভব জাগায় গহীনে।
তাকিয়ে দেখি বিস্তীর্ণ মাঠে
সফেদ আলোর ঢল নেমেছে,
টুটে গেল সব লোহার বেড়ি
মিহি বুননের চাদর ঘেরি
গৃহত্যাগী এক বাউল জাগে,
মনের সকল মোহ ত্যাজে,
দুর্নিবার সেই জোছনা ডাকে।