ভুলে থাকি দুঃখ, ভুলে থাকি শোক
মুখ ফিরিয়ে থাকি, চারপাশের লোক
যতই মিথ্যুক আর অনাচারী হোক।
সুখ খুঁজি মুখ বুজে, রাখি ঢেকে
চোখ মোর, অন্তর নেশা খোর।
বুদবুদ তবু জাগে হয় যেই ভোর,
এভাবে কি যায় বাঁচা, বিবেক কি যায় বাঁধা?
পেরেছে কি কেউ? কাঁদি ভেউ ভেউ।
বিকিয়েছে মনুষ্যত্ব, কেউ নই অনুতপ্ত
মেকি সব সাজ, নাই কোন লাজ,
ভেবোনা আমি খাঁটি, কথা যদিও পরিপাটি
এ শুধু ঐ বুদবুদ ভোরে যা জ়াগে
তাই ভেবে সুখ পাই, মনে আহা লাগে।