কি যেন কয়,কি যেন উথলে উঠে, ভাবনাগুলো অগোছালো অস্ফুট
হয়তো কোনদিন কানে কানে বলবে
ঝরাপাতারা জমানো গল্প যত,
পড়িয়ে আমায় পত্রমুকুট।
শনশন হাওয়া সেও বলে কথা
পুরনো কোন বোবা তরুলতা
ভালোবেসেছিল ভুলে জটিলতা
পরগাছা নামে অপবাদ দিয়ে
নির্মম কোন কনকনে দিনে
উপড়ে ফেলা সেই দীন লতা
যেন শৈত্যপ্রবাহে কাঁপায় জনতা।
কুহেলিকা গায়ে চরাচর ঢাকে,
দগ্ধ ক্ষতে হিমের প্রলেপ বুলিয়ে
মোচন কি করতে পারে যন্ত্রণাকে?
কিছু রেশ, কিছু ক্লেদ জমা হয় মনে
তবু সমুখে উদ্বাহু বাড়িয়ে আবার ডাকে
উষ্ণ রবির উষ্ণ কিরণ, সেই তো জীবন।