চিনতে পারো কি নিজেকে সব সময়?
অচেনা রূপে সে প্রায়শ আবির্ভূত হয়,
নিজেকে চিনতে হই গলদঘর্ম
বিস্ময়ে ভাবি কোথা সে করিতকর্ম?
নিজের বানানো সমীকরণ,
মেলেনা অনেক সময়,
বিভ্রান্ত পথিক আমি খুঁজি সরলিকরণ।
মানতে কি পারো সব ভবিতব্য?
প্রকাশিতে কি পারো সব কষ্ট, হে সভ্য?
দোলাচলে ঝুলে মোদের জীবন পত্র,
অসীম নয় জেনেও ভুলি এ ছত্র,
হে রহিম রহমান ক্ষমো এই ভৃত্য।