ব্যস্ততার জঞ্জালে পড়ে,
ছন্দ পালিয়ে গেল সুদূরে,
সময় কাটে না আর তো গানে,
সুরের বাণী অভিমান করে
শহুরে জীবনের নিষ্প্রাণ বলয়ে
কলরবে আর উঠে না গেয়ে।
কৃত্রিম এই নাগরিক  কল
অনুভূতির স্বপ্ন শতদল
নিঠুর ভাবে করে পদতল।
তবু মনের এক কোনে
মাঝে মাঝেই বিজলি চমকে
সুর ও লয়ের ঢেউ তুলে
ছোট বেলার সেই সাথীর বেশে,
মিষ্টি মেয়েটির মা ডাকে,
জীবন সাথীর মুখায়বে,
কচি শিশুর ফোকলা দাঁতে।
নাগরিক হুতাশের সাধ্যাতীত
দূরে হটাবে এই স্বপ্নদ্বীপ।