উঁকি দিল বাঁকা চাঁদ
ভেঙ্গে গেল সব বাঁধ,
ঈদ এল রোজা শেষে
সব দুঃখ গেল ভেসে,
তবু মনে কাঁটা ফোঁটে
দীন হীন খায় খুঁটে,
বিভেদের রেখা কবে
ধরা থেকে যাবে মিটে?
শিশু কাল থেকে শুনি
স্বপনের জাল বুনি,
দীন দুখি ধরাধামে
পাবো নাতো ডানেবামে,
যুগ কত পার হলো,
বদলের কথা খেলো,
তবু মনে আশ রাখি,
পুষি এক সুখ পাখি।