নয়নের মনি, হৃদ গহীনের ফুল
বাক্য বিন্যাসে, উপমায় নেই তুল।
স্থলে, জলে, অন্তরীক্ষে রূপ নেই এত
মধুপের কাছে নেই মধু তাতে যত,
হীরকের দ্যূতি ম্লাণ, চেয়ে বলে আসমান,
ঝর্ণার মত সে অবিরত চলমান।
রবি চায় রোদ্দুর তার মনে ছড়াতে
শশী চায় হামি দিতে, মেঘ চায় ভাসাতে
পাখি চায় সাথী করে দূরপানে উড়তে
আবদার সব শুনে মা ভাসে হাসিতে।