অট্টালিকায় আকাশ কয়েদ
চিলতে আকাশ করছে ক্ষেদ
নকল চাঁদের ফাঁদ পেতেছো
নিয়ন আলোয় সব ডুবেছো,
ভ্রমের কুহেলি করছে রোধ
অধুনা তোমার আমিত্ববোধ।
সবুজ হারালো ধূসরে আজ
বিহঙ্গ পারেনা গড়তে আবাস,
প্রমত্তা নদী স্থবির হয়েছে
বালুর চরায় ঢেউ ডুবেছে,
দীর্ঘশ্বাস মেশানো বাতাস
শুদ্ধি চেয়ে করছে হুতাস।
নকল জীবনের এই ধকল
কমার জন্য করবে আমল?
মিনতি করি রবের সমীপে,
সঠিক পথ দেখাও পথিকে।