সংসার প্রেক্ষাপটে
স্বপ্ন, সুখের বুকে
আমি, তুমি, মেয়ে
জীবনের গান গেয়ে
এক মঞ্চে আছি
একই ভাবগ্ৰাহী।
গদ্য, পদ্য, গাথা
কর্ম কার্য ব্যাথা
বৈপরীত্যে ঠাসা,
তবু সর্বাগ্ৰের বাণী
একই মর্মবাহী
এক নিশানা বহি।
সোনার মেয়ের
সোনালী প্রহর
থাকুক চৌপহর,
দু'চোখে মোদের
হাসির রোদের
ঝিলিক দৃশ্য থাকুক
স্নেহ, সোহাগ বাঁচুক।
ঈশান কোনে লাল
ভাঙে যদি হাল
একাল গিয়ে সেকাল
তবুও বন্ধন চিরকাল,
শিরায় শিরায় বহমান
তারান্নুম, জহুরা, খান