আমার মায়ের মিষ্টি ভাষায়,
বলি কথা খুব ভালোবাসায়,
গান শুনে প্রাণ দোলে উঠে
বাংলা আমার হৃদয় পটে,
সহজ নয় এই পথ চলা
তুলনায় নেই অন্য ভাষা
তুমি কি জানো মামনি মোর
রক্ত রাঙা একুশের ভোর,
মিষ্টি বোলে মা ডাকতে
রফিক, শফিক, বরকতে
তুচ্ছ মানে তার জীবনটাকে।
ক্রুর শাসক বাধ্য হলো
অমানিশা সব বিদায় নিলো
রাষ্ট্রভাষা বাংলা হলো।
তাই তো বলি আজ তোমাকে
সোনার মেয়ে উচ্চ করে
মান দিয়ো সেই বাংলাটাকে।
সোনার মেয়ে আরো শুনো
বাংলা মাকে ভালোবেসো
কত দুঃখিনী মাকে ছেড়ে
ছেলে গিয়েছে অস্ত্র ধরে
হায়নার দল পিছু হটাতে,
আজকে তুমি মায়ের কোলে
পরম ওমে থাকছো শুয়ে,
একদন্ড ভেবো তুমি
সেই ছেলেটির বাহাদুরি,
সেই ছেলেটির ত্যাগের বলি,
ভাসলো কি চোখ তোমার জলে?
লাভ কি বলো এই জলেতে?
আজকে তুমি শপথ নিয়ো
কাজের ফাঁকে একটু ভেবো,
খুশি মনে, প্রাপ্তি ভুলে
দেশমায়েরই সেবা করো,
খুব কি কঠিন ওরে মানিক?
একদমই নয়, এটাই সঠিক।