মিসফালাহর ঐ ধূসর আভা
তপ্ত শুস্ক লু হাওয়া
তবুও হৃদয় সুধায় ছাওয়া
যেন অলৌকিক শীতল দেওয়া
অদৃশ্য ধারায় ঝরে ঝরিয়া।
অভূতপূর্ব অনুভব আর শিহরণ
শিরায় শিরায় পবিত্র অনুরণন
এমনি ছিল সেই মাহেন্দ্রক্ষণ
যেদিন করেছি কাবা অবলোকন,
হৃদয় রাগে উদ্বেল হিয়া
বিকশিত যেন সমস্ত কায়া,
আহ্নিক গতি গেল কি থামিয়া?
প্রার্থনা তে মগ্ন মন
বিশ্বাস মোর গভীর  ভীষণ
আরশে আজিম উন্মুক্ত তখন।
সুরা ফাতিহা তিলাওয়াত করি
সরল সহজ পথে যেন চলি
শুকরিয়া জানাতে স্রস্টাকে স্মরি
জীবন আমার ধন্য যে মানি।