ধূলি জড়ানো গায়ে আমার
ধূলি সোনালী গয়না
স্বাধীন পথে চলা আমার
আরতো কিছু চাইনা।
মায়ের শাসনের বেদম কাহন
নেইতো তাতে কান্না,
বাবার ছায়া মেঘের বাহন
করিনা ঘরকন্না।
সকাল সাঁঝে এক্কাদোক্কা
বিকেলে বৌচি
পড়াশোনার পালা এলে
অজুহাতের ফিরিস্তি।
কোথায় গেল সোনালী সেদিন
কোথায় তারে খুঁজি
ধূলোবালি গায়ে মাখলে
পাবো তারে বুঝি?
অবুঝ ছিলাম বলে তখন
মায়ের কত চিন্তা
বুঝের শেখা শেষ হলো যেই
খুঁজি সেসব দিনটা।