নিবিড়, মায়াবী শ্যামল পল্লী
প্রশান্তি আনে গড়ে মিতালী,
চামর দোলায় ঢেউ তুলিয়া
ফসলের ক্ষেতে উদাস হাওয়া,
দীঘির জলে শাপলা ভাসে,
পলাশ, হিজল বটের শাখে
গান গেয়ে যায় মনের সুখে
বৌ কথা কও, ঘুঘু, ফিঙে,
বর্ষা কালে খালে বিলে
দুরন্ত দামাল ছেলের দলে,
সাদা বকের সাথে মিলে
কাদা মেখে হয় যে জেলে,
সূর্য উঠে দেয় জাগিয়ে
ঘুমন্ত সব গাও বাসিকে,
দিনের শুরু পাখির ডাকে
কনক শোভা আকাশ জুড়ে,
নিবিড় সেই রূপসী গাঁয়ে
আমার বাবা আছে ঘুমিয়ে,
শহুরে আমার মূল সেখানে,
আমার আমিকে অদৃশ্য ডোরে
বাঁধনে বেঁধেছে সুধায় ভরেছে,
বাসনা আমার মনের মাঝে
ডাক আসিলে ওপার হতে
কোলেতে নিয়ো শহুরে মোরে
ঠাঁই দিও মোর বাবার কাছে।