সুখের খোঁজে ঘুরবো নারে
যায়না পাওয়া খুঁজলে তারে
সুখ ছিল মোর শিশুকালে
পৃথিবী ছিল হাতের নাগালে
ছুটে বেড়িয়েছি দূর দিগন্তে
সুখ এসেছে অনাহুতে
এক্কা দোক্কা, গোল্লা ছুটে
ফুল টো্ক্কা, সাতচাড়াতে।
সুখ এসেছে সাথীর সাথে
নতুন সাঁঝে, নতুন প্রাতে,
জোছনা রাতে গানের ডালি
ঝিলের জলের ঝিলিমিলি
ভাসিয়ে দিত সুখের তরী,
সুখের খেয়ায় মনময়ূরী
ঘুরে বেড়াত ইন্দ্রপুরী,
সুখ এখন মোর মেয়ের মুখে
তার হাসিতে, তার খুশিতে
ঐ মুখেরই মা ধ্বনিতে
কিন্তু যখন সুখ খুঁজতে
হাত বাড়িয়ে দেই আবেগে
সুখ পাখিটি যায় পালিয়ে
আঘাত হানে বিষম ভাবে।