জানতে চাইনা নিজের কাছে, কেমন আছি?
হৃদয়ের গভীরে ক্ষত রেখেছি বাঁধি,
জানতে চাই না কারন,
দোষারোপেও মনকে করি বারন,
জানি ফিরানো যায় না সময়ের সরণ,
তাই থামবে না হৃদয়ের রক্তক্ষরণ।
আহত মনের ব্যথা থাকুক নিভৃতে
যখনি ভাঙ্গবে মনের বাঁধ দুরন্ত ঝড়েতে
ছড়িয়ে দিব দীর্ঘশ্বাস বাতাসে,
নির্জন প্রভাতে, সকলের অজান্তে।
হৃদয়ে ছিল এক স্বচ্ছ গভীর পদ্ম পুকুর
টুপটাপ ডুব সাঁতারে কেটে যেত অবসন্ন দুপুর,
এখন আর গভীরে যাই না, স্বচ্ছ পুকুর আজ কষ্টে ভরপুর,
এই মন তাই শুধু জলের ছোঁয়ায় খুঁজে শান্তির সমুদ্দুর।