সমতলের শান্ত দিঘি
তাতে বেয়েছি ডিঙি,
শাপলা ফুলের মেলা
শতেক তারি খেলা
এইতো আমার আমি,
টাপুর টুপুর জলে নামি
শত স্বপ্ন সুখে ভাসি।
বাঁকা পথে উঁচু নিচু
মেঘের নীর হতে কিছু
মুঠোয় পুরে নিলাম পিছু
অজানা এক ঢালে
সাঙ্গু নদীর কোলে,
রাজসিক তার চলন
হীরার বিচছুরণ
করে যখন তখন।
সমতলের মেয়ে আমি
এসেছি আবার ফিরে
ফেরার আগে সাঙ্গু রাজে
ভাবের কাব্য লিখে,
আবার দেখার আর্জিখানি
সপেছি তারি জলে।