কাজলা দিদি হারিয়ে গেছে
সেই যে কোন প্রাচীন কালে,
আজো খোঁজে সকল কালে
জনপদের এই সকল বাঁকে
ছড়া, গীতি আর পদ্য লেখে
কাজলা দিদির আপনজনে।
এখনো কি হয়নি বোঝা
যতই ডাকি বদ্যি ওঝা ,
দিদির এই যে আড়াল
বহাল রবে অনাদিকাল,
তবু অবুঝ যত সবুজ
কচি কাঁচা দিদির অনুজ
জ্বেলে হৃদয়ে আলোর মশাল
আলাপনে খোঁজে দিদির সেকাল