বনলতা সেন, আমৃত্যু দেখে যেতে চাই ঐ মুখ,
ঐ চোখের কারুকাজ,
তৃষ্ণা কি মিটে দেখে সাজহীন ঐ সাজ?
কি গহীন ঐ মনের অতল জল,
কংক্রিটের বাঁধ উপড়ে যাবে,
আছে তাতে এত বল।
সজ্ঞানে বলছি, কবির ভাবাবেগে নয়,
সন্ন্যাসে যাব আমি দ্বিতীয় কোন মোহের খোঁজে,
যাব অরণ্যে, উপত্যকায়, যাব উত্তরে,
যাব মেরু অঞ্চলে, প্রবাল দ্বীপ, পূর্ব-পশ্চিম, যাব আমাজনে, ক্ষিনতর সম্ভাবনা,
খুঁজে পাবো তার তুলনা।
বিফল আমি পাঠাবো চিঠি
কবি সমাবেশে, লিখো কোন কবিতা,
দরখাস্ত জানাবো চিত্রকরের কাছে,
আঁকো ছবি, ফুটিয়ে তোল এই মানবী।